মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবান জেলার শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা ২০২৩ ইং শিক্ষাবর্ষের বিদায় উপলক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল বেলা ৩টায় মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ছৈয়দ হোসাইন এর সভাপতিত্বে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি আব্দুর রহমান
বলেন, ইবতেদায়ি মাদ্রাসা থেকে শিক্ষক-কমিটির প্রচেষ্টায় হাঁটি হাঁটি পা পা করে আজ আলিম মাদ্রাসা হয়েছে। তিনি শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষসহ সকল শিক্ষকদের প্রশংসা করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন,বাবা মায়ের কথার অবাধ্য হইওনা, মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে মাদ্রাসার সুনাম ধরে রাখতে হবে।
এসময় তিনি বর্তমান সরকার তথা মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের বিভিন্ন উন্নয়নের কথা তোলে ধরেন এবং মাদ্রাসার সফলতা কামনা করেন।
মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জালাল উদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা হেলাল উদ্দিন আহাম্মদ, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব ছৈয়দ আলম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন,শিক্ষক মওলানা জাকরিয়া মওলানা মোঃ শরীফ আহাম্মদ, শিক্ষক তাজেম উদ্দিন।বাংলা প্রভাষক হাকিম আলী।
পরিক্ষর্থীদের মধ্যে মানপত্রপাঠ ও বক্তব্য রাখেন ছাত্র তারেক জিয়া,হাবিবুর রহমান,ছানা উল্লাহ,নিলুফা আক্তার,সোমাইয়া আক্তার। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান শেষে মুনাজাত করেন সিনিয়র শিক্ষক মওলানা ইজ্জত আলী।এ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
মোবাইল নং ০১৮১১২৬৯২৩৪