প্রদীপ শীল, রাউজান।
রাউজানের বিনাজুরী ইউনিয়নে জিহাদ নামে ৬ বছর বয়সী এক শিশু পাওয়া গেছে। শিশুটি বর্তমানে বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চুর জিম্মায় তার বাসায় আছে বলে জানা গেছে। জানা যায়, বুধবার (৫ এপ্রিল) বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে ঘুরাফেরা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায় । চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী সহ ইউপি সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে শিশু জিহাদ জানান, তার পিতার নাম মৃত মহিউদ্দিন ও মাতার নাম জান্নাত। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে। এর বাহিরে সেই কিছু বলতে পারছেনা। বিনাজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু বলেন, শিশুরটির দেয়া তথ্য মতে বেতাগী ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন করা হলে তিনি সঠিক পরিচয় জানাতে পারেননি। পরে শিশুটিকে রাউজান থানায় নিয়ে গেলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ আমার জিম্মায় দিয়েছেন। শিশুটি বর্তমানে আমার বাসায় আছে।