বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল (৩১ মার্চ)শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতির বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান,দৈনিক ইক্তেফাক লামা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন,গাজী টিভি প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দীন সেলিম,লামা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশ প্রতি,দৈনিক পূর্বদেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমেদ,লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু, সাংবাদিক উজ্জ্বল বড়ুয়া,লামা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও যুগ-যুগান্তর প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ লামা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সকল সদস্য বৃন্দ প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন,লামা রিপোর্টার্স ক্লাবের সহ- সভাপতি ও দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি মাওলানা মোঃ শামসুদ্দৌহা। তিনি রিপোর্টার্স ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা এবং লামা উপজেলায় প্রবীন সাংবাদিকদের মধ্যে প্রয়াত সকলের আত্নার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করেন।