প্রদীপ শীল, রাউজান,
চট্টগ্রামের রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ বুধবার সারাদেশের বেশ কয়েকটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। গণ ভবণ থেকে সরাসরি ভারচ্যুালী যোগদিয়ে দিয়ে একই সাথে রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করবেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুসরণ করে ভুমি ও গৃহহীনদের জরিপ করে ‘ক’ তালিকা তৈরী করা হয়েছিল। এই তালিকায় অন্তভূক্ত ছিল ৮৩৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। তাদের দেয়া হবে দুই শতক জমিসহ পাকা ঘর। নির্মাণ কাজ শেষ পর্যায়ে। কিছু ঘর নির্মাণাধীন রয়েছে তাহা আগামী মাসে শেষ হবে। শেষ হলে দ্রুততম সময়ে সেগুলো বুঝিয়ে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজ ঘোষনা করবেন রাউজান উপজেলায় ‘ক’ তালিকায় আর ভূমিহীন ও গৃহহীন নেই। তিনি আরো জানান, ইতিমধ্য ৬১৬টি পরিবারকে পাকাঘরসহ জমি বুঝিয়ে দেয়া হয়েছে। বাকী ২২৩টি পরিবারকে ঘর ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ বিকালে এ উপলক্ষে উপজেলা সভা কক্ষে এক প্রেসব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম।