• বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

লামায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার

সাব এডিটর / ১৬৫ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

বেলাল আহমদ,নিজস্ব প্রতিনিধি,

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবার। সোমবার (২০মার্চ)সকাল ১০টায় লামা উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এ সাংবাদিদের এ তথ্য জানানো হয়।

আগামী ২২মার্চ সকাল সাড়ে ১০.৩০ টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লামা উপজেলার ৪টি ইউনিয়নে ৪০টি ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, ‘মুজিবশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে লামা উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো লামা  উপজেলায় ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর স্তানান্তর করা হবে। এরমধ্যে লামা সদর ইউনিয়নে সেমিপাকা ০২টি,মাচাংঘর ০৮টি।রূপসীপাড়া ইউনিয়নে সেমিপাকা ০৫টি,মাচাংঘর ০৫টি। ফাঁসিয়াখালী ইউনিয়নে সেমিপাকা ০৭টি,মাচাংঘর০২টি ও ফাইতং ইউনিয়নে সেমিপাকা১১টি, মোট ৪০টি ঘর প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার,নবাগত ও বিদায়ী সহকারী কমিশার(ভূমি),খন্দকার তৌহিদ,সহকারী তথ্য অফিসার লামা,লামা উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories