বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ধুইল্যা পাড়া পাহাড়ী জনপদে মসজিদ-এ বেলাল (রা:) এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সরই ধুইল্যা পাড়ায় মসজিদ-এ বেলাল (রা:) এর জায়গায় বাদে জোহর নামাজ আদায় শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের উদ্বোধক ও আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসসান গণি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের ক্রিড়া শিক্ষক মো. ইকবাল হোসেন, সরই ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জব্বার, মো. হোসেন, মসজিদ নির্মাণের উদ্যোক্তা ও পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সদস্য আবদুল মন্নান, মুহাম্মদ হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল আলম, গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আলম, লামা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন নুরু, মসজিদের জমিদাতা নুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক, ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ফারুক হোসেন ও মোবারক হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।