বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,
উৎসব মুখর পরিবেশে বান্দরবানের লামা পৌরসভার লামামুখ সমাজ পরিচালনা কমিটির সর্দার নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (১২ মার্চ ২০২৩ ইং) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
মোট ১৬১ ভোটের মধ্যে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকালে সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মমতাজুল ইসলাম,নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্হিত ছিলেন,প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা,৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক,৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আহমদ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,মরিয়ম বেগম ও সাকেরা বেগম,গণমাধ্যম কর্মী প্রমুখ। আইন-শৃংক্ষলার দায়িত্বে ছিলেন,লামা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হিরু’র নেতৃত্বে আনসার ভিডিপি সদস্যগন।
চেয়ার প্রতিকে ৫৫ পেয়ে প্রধান সর্দার নির্বাচিত হয়েছেন,মোঃ হানিফ,সহকারী সর্দার
পদে সর্বোচ্চ ভোট (১০৭) পেয়ে প্রথম সহকারী সর্দার পদে নির্বাচিত হয়েছেন, মোঃ মাইনুউদ্দিন, দ্বিতীয় সহকারী সর্দার পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,মোঃ মাসুদ রানা
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,মোঃ সাহাবুদ্দিন সহকারী প্রধান শিক্ষক লামামুখ উচ্চ বিদ্যালয়,সহকারী প্রিজাইজিং মিলন কান্তি বড়ুয়া,সহকারী শিক্ষক লামা মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়।