• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন

লামায় বাস দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃর্ত্যু

সাব এডিটর / ৭৬ Time View
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বেলাল আহমদ,নিজস্ব প্রতিবেদক,

বান্দরবানের লামা-ফাঁসিয়াখালী সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় বাস দূর্ঘটনায় আহত বৃদ্ধ রোকেয়া বেগম (৬৬) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান তিনি। রোকেয়া বেগম লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল ওদুদের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে যাত্রী বোঝাই করে একটি বাস লামা উপজেলায় থেকে চকরিয়া উপজেলায় যাচ্ছিল। এ সময় বাসটি সড়কের মিরিঞ্জা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪০ যাত্রী কম বেশি আহত হয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে রোকেয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রোকেয়া বেগম মারা যান। আহত রোকেয়া বেগমের মৃত্যুর সত্যতা নিচ্শিত করেন ছেলে মো. শফিকুল ইসলাম ইমন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকে বলেন, বাস দূর্ঘটনায় আহত রোকেয়া বেগম মারা যাওয়ার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখনো কোন ডকুমেন্ট পাইনি। চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories