প্রদীপ শীল, রাউজান।
রাউজান পৌরসভা কৃষক লীগের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে দায়ের ঘাটাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী। সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌর কৃষক লীগের সহ সভাপতি এমএন আবছার, বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, শ্যামল দত্ত, মুক্তিযোদ্ধা ইউসুফ খান, সাধন পালিত, কৃষক লীগ নেতা লিটন চৌধুরী, মোহাম্মদ শওকত, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, পৌর কৃষক লীগ নেতা লক্ষীকান্ত চৌধুরী, সরোয়ার হোসেন, মোহাম্মদ আকবর খান, মিজান উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বলেন, ৫২ সালে ভাষা আন্দোলনে সফলতার মধ্যদিয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয় অর্জন হয়েছে। ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদের মর্যাদা বীরোচিত ও আত্মত্যাগের। এই আন্দোলন ও আত্মত্যাগের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙ্গালী জাতির স্বপ্নের সুপান। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিনত করা। তিনি সুজলা সুফলা শর্ষ্য শ্যামল দেশ গড়তে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে কৃষি ব্যবস্থাপনায় প্রান্তিক কৃষকদের পাশে থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। বর্তমান সরকার স্বনির্ভর দেশ গড়তে উৎপাদনশীল কৃষি জমিতে ফলন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন। এ কাজে সরকারের পাশাপাশি কৃষক লীগকে মাঠে থাকতে হবে।