আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনার তিনদিন ব্যাপী বায়তুশ শরফ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের আখেরি মুনাজাত শনিবার।
শুক্রবার ( ১০ ফেব্রুয়ারী) মাহফিলের দ্বিতীয় দিনে জুমার নামাজ আদায় করেছে কয়েক হাজার মুসল্লী। বায়তুশ শরফ আখতারবাদ ময়দানে বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন মাওলানা আবু সালেহ মো. ছলিমুল্লাহ।
এর আগে, সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা হতে শিশু-বৃদ্ধ হাতে হাতে জায়নামাজ নিয়ে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল ময়দান এবং এর আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। ময়দানে অনুষ্ঠিত জুমার বড় জামাতে একত্রে নামাজ আদায় করেন
এদিকে, বাদে জোহর হতে মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়েকেরাম, পীর,বুর্যুগান ও আলোচকরা আলোচনা করবেন। বাদে মাগরিব শুরু হবে জিকির মাহফিল।
রাত সাড়ে ৩ টায় লক্ষ লক্ষ মুসল্লিদের উপস্থিতিতে শুরু হবে তাহাজ্জুদ নামাজ এবং পরদিন শনিবার বাদে জোহর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইছালে ছওয়াব মাহফিল। মোনাজাত পরিচালনা করবেন বায়তুশ শরফের পীর রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী।