বেলাল হোছাইন,কেরানিহাট,
ফেব্রুয়ারীর নবম তারিখ
বৃহস্পতিবার,
দেশবাসীকে ডাক দিয়েছেন
প্রিয় রাহবার।
লোহাগাড়ার বড়হাতিয়ায়
আখতরাবাদের মাটি,
নয়, দশ, এগারো; তিনদিন হবে
আশেক্বানের ঘাঁটি।
তিনদিনব্যাপী বায়তুশ শরফের
ঈসালে সওয়াব মাহফিল,
মসজিদ, মাঠ, রাস্তা, পাড়া
ভক্তে থাকে ফুলফিল।
বৃহস্পতি, শুক্র, শনি
তিনদিনের এই আসর,
শনিবারে শেষ আকর্ষণ
জোহর থেকে আছর।
দেশবরেণ্য ওলামায়েকেরাম
বুজর্গানে দ্বীন,
মানবকর্ণে শুনিয়ে যাবেন
হেদায়াতের বীণ।
তরিক্বতের এই বাগানের
সূচক মীর আখতার,
আল্লাহ ওনার মক্ববরাকে
করুক মুনাওয়ার।
এই বাগানের পূর্ণতা দেন
শায়খ আব্দুল জব্বার,
ওনার দরজা বুলন্দ করুক
মহান প্রভূ গফ্ফার।
বাহরুল উলূম কুতুব উদ্দিন
এটির সাবেক আঁখি,
আল্লাহ ওনায় বানিয়ে দিক
বেহেশতের এক পাখি।
এই কাফেলার এখন নাবিক
শায়েখ আব্দুল হাই নদভী,
চলনে বলনে লেখনে পড়নে
যেন এক জুন্দে নববী।
বিশ্ব মাঝে ছড়িয়ে আছে
লক্ষ লক্ষ ভক্ত,
আমায় দুআয় শামিল রাইখেন
মুনাজাতের ওয়াক্ত।
আমি অধম বেলাল হোছাইন
কেরানিহাটে থাকি,
জাকেরীনদের হৃদয়ের দুআ
পাবার আশা রাখি।