কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা।
খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছেন।
শুক্রবার(২ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা গুইমারা উপজেলার বুদংপাড়ার যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।
ইউপিডিএফের সূত্রে জানা যায়, নিহত অংথোই মারমা সকালে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দেওয়ান পাড়ায় গুলাগুলির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে অংথোই মারমার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।