• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

উরকিরচরে দলিল প্রতারণায় বসত বাড়ি হারিয়ে পথে বসেছে মিলন দেওয়াজী

সাব এডিটর / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

 

প্রদীপ শীল, রাউজান।
রাউজানে প্রতারণা করে বসত বাড়ি হারিয়ে পথে বসেছে উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের দেওয়ানজী ঘাট এলাকার বাসিন্ধা মিলন দেওয়ানজি। মৃত নগেশ চন্দ্র দেওয়ানজীর পুত্র মিলন দেওয়ানজী অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত প্রফুল্ল কুমার বিশ্বাসের পুত্র মনোরঞ্জন বিশ্বাস প্রতরাণা করে তার পৈতৃক বসত ভিটার দাগ বসিয়ে রেজিষ্ট্রারী করে নিয়েছে। তিনি জানান, গত ২০১৮ সালের ১ মার্চ মনোরঞ্জন বিশ্বাস ২শতক জমি ১ লাখ ৫০ হাজার টাকায় বায়না নামা করেন তার সাথে। পরবর্তীতে বায়না নামা মুলে জমির স্থলে বসত বাড়ির চার শতকের অধিক জায়গা রেজিষ্ট্রারী করে নেয়। মিলন দেওয়ানজীর দাবি তখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বসত বাড়ি হারিয়ে ন্যায় বিচার চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি। বর্তমানে চট্টগ্রাম জেলার ৩য় যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি বিচারাধী রয়েছে। অভিযোগ প্রসঙ্গে মনোরঞ্জন বিশ্বাস বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার পৈতৃক বসতবাড়ী সহ তিন একরের অধিক জমি হালদা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে। গত ২০১৮ সালে ৫ লাখ ৯২ হাজার টাকা দিয়ে আমি মিলন দেওয়ানজী ৪ শতক দুই ক্রান্তি জমি ক্রয় করি। আমার বসতঘর না থাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে সরকার আমাকে একটি পাকা ঘর নির্মান করে দেওয়ার উদ্যোগ নেয়। আমার ক্রয় করা জায়গায় ঘর নির্মান করতে ঠিকাদার গেলে আমাকে বাধাগ্রস্ত করছেন মিলন ও তার ভাইয়েরা। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধানের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর সালিসি বৈঠকের তারিখ দেওয়া হয়েছে। সেখান সমাধান না হলে আদালত যেইটা সিন্ধান্ত দেবে সেটার জন্য আমরা অপেক্ষা করবো। আদালতে বিচারাধীন জায়গায় হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories