• রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:১৯ অপরাহ্ন

রাউজানে তিন মাসে অর্ধশত গরু চুরি- চুরির কাজে ব্যবহৃত পিক আপ আটক

সাব এডিটর / ৬৯২ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

 

প্রদীপ শীল, রাউজান।
চট্টগ্রামের রাউজানে গত তিন মাসে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে । গরু চুরি বৃদ্ধি পাওয়ায় রাউজানে রাতে এলাকার কৃষক ও গরুর খামারীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। রাতের আরামের ঘুমকে হারাম করে এলাকার লোকজন গরু রাখার গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে গত তিন মাস ধরে। গরু চোর ধরতে পুলিশের টইল জোরদার করেছে রাউজান থানা পুলিশ। গত ২৮ আগস্ট রবিবার দিবাগত রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের চাঁন্দ শাহ মাজারের পাশে হাফেজ বজুলর রহমান সড়কের সাথে সংযুক্ত একটি গ্রামিণ সড়কের মুখে চট্টমেট্রো- ন -১১-গ৫৮৪৮ নম্বরের একটি পিক আপ পুলিশ টইল দান কালে দেখতে পায়। পুলিশ পিক আপ ট্রাকের কাছে যাওয়ার সময়ে পিক আপ ট্রাকের চালক রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে এলাকার লোকজন পুলিশকে নিয়ে এলাকায় গরু চোর চক্রের সদস্যদের ধরতে এলাকায় তল্লাসী করলে রাতের আধারে গরু চক্রের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ পিক আপ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। গত ৩০ জুলাই উপজেলার চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে একই রাতে ১৮টি গরু চুরি করে নেওয়ার সময় সিসি ক্যমরায় পিকআপটি ব্যবহারের মিল পাওয়া যায়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাতে পুলিশ ডিউটি করার সময় কদলপুর থেকে একটি পিক আপ ট্রাক আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিক আপ ট্রাকের চালক পালিয়ে যায়। এছাড়া গরু চোর সিন্ডকেটের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories