প্রদীপ শীল, রাউজান.
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে জান্নাতুল মাওয়া রিপা (১৭) নামের এক শিক্ষার্থী নিজ ঘরের একটি কক্ষে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৯-আগস্ট) আত্মহত্যাহনকারী শিক্ষার্থীর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রাউজান থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রিপা উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মানচিপাড়া গ্রামের মৌলনা মো: মহিউদ্দিনের মেয়ে ও কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। আত্মহননকারীর পিতা বলেছেন, মেয়েকে ঘরে রেখে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে ঘরে এসে দেখেন মেয়ের শোয়ার কক্ষটি ভিতর থেকে হুক দেয়া। সকলেই ধারণা ছিল মেয়ে ঘুম যাচ্ছে। সকালে ওই কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন মেয়ে জানালা সাথে নিজের গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য আফসার মুরাদ বলেছেন, আত্মহত্যার ঘটনা শুনে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।