কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী নদী তে ডুবে নুসরাত জাহান (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়।
রোববার ২৮ আগষ্ট বেলা ১১টার দিকে বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া জেলার চম্পক নগর এলাকার কাওছার হোসেনের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো: রহমত উল্ল্যাহ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে শোকের ছোঁয়া নেমে এসেছে
জানা যায়, নুসরাত জাহান তার মামা আব্দুল্লার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে তার কয়েকজন সহপাঠী গোমতী নদীতে গোসল করতে নামলে দুইজন নদীতে ডুবে যায়। অপর সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও নুসরাত নদীর তলদেশে চলে গেলে তাকে উদ্ধার করা যায় নি।
খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছুটে গিয়ে দীর্ঘ সময় খুঁজাখুঁজির পর নুসরাতকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ পিপাসা বড়ুয়া
তাকে মৃত ঘোষণা করেন।মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পরবর্তী আইনী ব্যবস্থা চলমান রয়েছে।