কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ আগষ্ট সকালের দিকে উপজেলার জলপাহাড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ এরশাদ আলী
অনুষ্ঠানে মোঃ রবিউল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো; রফিকুল ইসলাম, পৌর মেয়র মো: সামছুল হক, উপজেলা শিক্ষা অফিসার মো: মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আফছার, সমিতির সাধারণ সম্পাদক নাদীর আহম্মেদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির জেলা সভাপতি মোঃ মাহাবুব আলম, মানিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক সাজাইলা চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহালছড়ি উপজেলা শাখার সভাপতি সুমিলন চাকমা, আমতলী হাকিম পাড়া সপ্রাবি প্রধান শিক্ষক শামীমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষক সমিতির সকলকে আগামী ২০২৩ সালের নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করতে হবে একই সাথে সহকারি শিক্ষকদের সুবিধার্থে গঠনতন্ত্র সংশোধন করে ব্যালটের মাধ্যমে সভাপতি পদে প্রধান শিক্ষক ও সংশোধিত সাধারন সম্পাদক পদে সহকারি শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন বলে সভায় মত প্রকাশ করে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।