প্রদীপ শীল, রাউজান।
রাউজানের হলদিয়ায় তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর জম্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন হলদিয়া তরুণ ব্লাড ডোনার্স ও অনলাইন এক্টিভিটিস গ্রুপ অব রাউজান নামে দুইটি সেচ্ছাসেবী সংগঠন। গতকাল ২৬ আগস্ট শুক্রবার হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আয়োজন হয় আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, খেঁজুর গাছ ও তাল চারা বিতরণ, গুণিদের সম্মামনা ক্রেস্ট বিতরণ, খেলার পোষাক বিতরণ, এতিমদের মাঝে খাওয়ার বিতরণ ও দোয়া মাহফিল। হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্লাড ডোনার্সের প্রধান উপদেষ্টা জিয়াউল হক চৌধুরী সুমনের সভাপতিত্বে ভিন্নধর্মী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ক্রিড়া সংগঠক সুমন দে, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, স্থানীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এসএম বাবর, মাহাবুলুল আলম, রুনু ভট্টাচার্য্য,সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, যুবলীগ নেতা জয়নাল আবেদিন, সাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে মসজিদ ও মন্দিরে পাঁচ শতাধিক তাল গাছ ও খেঁজুর গাছের চারা বিতরণ করা হয়।