প্রদীপ শীল, রাউজান।
চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মো: ইসমাইল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫-আগস্ট) সন্ধ্যায় দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ইসমাইল উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খালাবিবি বাপের বাড়ির মো: জাহাঙ্গীর সওদাগর পুত্র। নিহতের চাচা কামাল উদ্দিন জানান, সবার অজান্তে ইসমাইল বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। পরে চারদিকে খুঁজাখুঁজির সময় পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা। এসময় তাকে পুকুর থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত নয়দিনে এই ইউনিয়নে ৯নম্বর ওয়ার্ডে ৩ জন ও ৫নম্বর ওয়ার্ডে ১শিশুর মৃত্যুসহ চারজনের মৃত্যু হয়েছে।