কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা।
খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে লক্ষ্মীছড়ি থেকে ছেড়ে আসা একটি গোল কাঠ ভর্তি ট্রাক গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা পাড়া এলাকায় এসে উল্টে যায়।
ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক মোঃ ইলিয়াস (৪৫) ও মোঃ রাজু (৩৫) মারা যায় এবং আরো ৬ জন শ্রমিক আহত হয়। নিহত মো. ইলিয়াস মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং মো. রাজু একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয়রা দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সংবাদ পেয়ে গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ বলেন, সকালে কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত আছে।