• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৫ অপরাহ্ন

মাটিরাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সাব এডিটর / ৮৭ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

 

কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা,

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মাটিরাঙ্গায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ১৯ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় ওই মন্দিরে এসে শেষ হয়।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয় একই সাথে ব্যাচ ও উত্তরী পরিয়ে অতিথীদের বরন করে নেয়া হয়।

 

দিবসটি উপলক্ষে গীতাপাঠ, মহাজনীয় ভজন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবার কথা রয়েছে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র বনিকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কান্তি পাল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories