মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তের লম্বা শিয়া হয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আসার সময় ফের ৭টি গরু জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে ১১ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলী বিওপির সুবেদার আজমল হোসেনের নেতৃত্বে টহল দল এসব গরু জব্দ করতে সক্ষম হন।
এ সংবাদ লেখা কাল পর্যন্ত গরুগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে জব্দ কৃত গরু নিয়ে আসা হয়নি ফুলতলী বিওপিতে রয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বলে জানান বিজিবি কতৃপক্ষ।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে একটি বিশেষ টিম অভিযানে নামে। রাতভর অভিযান শেষ সকালে দিকে ৭টি গরু জব্দ করে তারা। জব্দকৃত গরুর অনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
স্থানীয়রা জানান, বিজিবি হচ্ছে চোরাকারবারিদের আতঙ্ক। তারা অভিযান টের পেয়ে পাহাড়ের গহীনে নিয়ে যাওয়ায় আরও অনেক গরু। তাই ওই সব গরু জব্দ করতে পারেনি।
এ বিষয়ে ১১ বিজিবির নবাগত জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, তিনি এর আগে ১৪টি গরু জব্দ করেছেন। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরুসহ সব ধরনের পণ্য আটকে আগের চেয়ে সীমান্তে বিজিবি আরও বেশি তৎপর আছে এবং থাকবে।