• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন

পানছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সাব এডিটর / ১০৯ Time View
Update : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

 

রায়হান আহমেদ,
পানছড়ি প্রতিনিধি।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস ২০২২ পালিত হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনসমূহ,সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচী পালন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিলো শোক র‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল,রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।এইছাড়াও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধু স্কয়ারস্থ ও উপজেলা শহীদ মিনারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,খাগড়াছড়ি পার্বত্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা,সদস্য জয়নাথ দেব

এছাড়াও উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আয়োজনসহ নানাবিধ কর্মসূচী পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories