মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
নাইক্ষ্যংছড়ি: নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,ও অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন,মংলা মার্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সহা,নাইক্ষ্যংছড়ি হাসপাতালে পঃপঃ কর্মকর্তা ডা: এ জেড এম সেলিম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহান শাহা ভুইয়া প্রমুখ।
এছাড়া,এদিন পৃথক পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ শেখ কামালের জন্মদিন পালন করেন।