কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)সংবাদদাতা,
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরেও বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ২৪-৩০ জুলাই পর্যন্ত মৎস্য পোনা অবমুক্তকরণ সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
কর্মসূচীর আওতায় আজ ৩০ জুলাই ব্যাটালিয়ন সদর অবস্থিত বিওপি পুকুরে রুইমাছের পোনা ৪,০৮০টি, কাতলা ৩২৫০টি, মৃগেল ১,০২০টি, তেলাপিয়া (মনোসেক্স)১,১০১টি এবং অন্যান্য ২,৯৪৯টিসহ সর্বমোট ১২,৪০০টি মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
এ সময় যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সুবেদার মেজর এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।