নিজস্ব প্রতিনিধি।।
বান্দরবানের লামা পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পৌর মেয়র জহিরুল ইসলাম। ব্যবসায়ী সংগঠনের সভাপতি আমান উল্যার সভাপতিত্বে ২৪ জুলাই (রবিবার) সন্ধা ৭ টায় জেলা পরিষদ গেষ্ট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি মেয়র জহিরুল ইসলাম লামা বাজারকে ক্লিন টাউন হিসেবে ঘোষণা দেন।
এ সময় মেয়র বলেন, সুন্দরের দিক থেকে আমরা লামা শহরবাসী পিছিয়ে আছি। অর্থনীতি ও কর্মচাঞ্চল্যতায় এগুতে হলে শহরকে পর্যটন উপযোগি করে তোলতে হবে।পর্যটক অনুকুল শহর তৈরি করতে হলে, পরিস্কার পরিচ্ছনতার বিকল্প নেই। তিনি বলেন, শহরের হোটেল রেস্তোরাগুলো সুন্দর রাখতে হবে। লামা পৌর শহর ক্লীন টাউন ঘোষণা করে তিনি আরো বলেন, আমাদের ছোট্ট শহরটি যে কোনো মূল্যে পরিস্কার ও যানঝটমুক্ত রাখবো।
এসময় তিনি বিদেশ সফরের অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, বিশ্বের উন্নত শহরে একটি টিস্যু পর্যন্ত যত্রতত্র ফেলেন না।যানবাহনগুলো শৃঙ্খলা বঝায় রেখে শহর অভ্যান্তরে ধীরগতিতে চলে। কেউ কাউকে ওভার টেক করে না। তারা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা পোষন করেন। তিনি আরো বলেন, শহর অভ্যান্তরে রাস্তার পাশে ওয়েল্ডিং ওয়ার্কসপগুলোকে সড়কমুক্ত রাখতে হবে।বাসাবাড়ির ময়লা ফেলে ড্রেন ভরে ফেলার অভ্যাস পরিহার করার অনুরোধ জানান মেয়র।
ট্রাফিক বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে বলেন শহরের জনবহুল পয়েন্টগুলোতে রিক্সা, টমটম দাড়াতে দেয়া যাবেনা।
মাছ বাজারের পূর্বদিকে ময়লা আবর্জনামুক্ত রাখার অনুরোধ জানান। কাপড় মার্কেটের উপর পলিথিন লাগিয়ে বস্তি সাদৃশ্য রুপ পরিহারের কথা বলেন। বিভিন্ন গলিতে ব্যবসায়ীরা বিপনন সাজিয়ে না রাখার জন্য বলা হয়। দোকানের সম্মুখ অংশ ভাড়া দিয়ে প্রতিবন্ধকতা রোধে আহবান জানান। ফুটপাতমুক্ত রাখতে বলা হয়। প্রায় ১ ঘন্টার বক্তব্যে মেয়র নাগরিক জীবনের মানসম্মত অনেক স্বপ্ন দেখায়।