কমল কৃষ্ণ দে,
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) সংবাদদাতা,
“নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। একইদিনে মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার (২৪জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব মাটিরাঙ্গা উপজেলার বিনোদন কেন্দ্র জল পাহাড়ের লেকে মাছের পোনা অবমুক্ত ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র্যালী বের হয় মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে পুনরায় শেষ হয়।
অনুষ্টানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।
এসময়, মৎস্য চাষী ইদ্রিস মিয়া, মৎস্য চাষী মো: আবু জাহের, সাংবাদিক , মৎস্যচাষী, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ট তিন মৎস্যচাষীদের হাতে পুরুস্কার ও ক্রেষ্ট তুলেদেন অতিথীরা।