• বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাব এডিটর / ১৩৯ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২

 

শংকর চৌধুরী.খাগড়াছড়ি॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, “লাখো কোটি মানুষের সাহসিকতার জননী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের ফলে ১৯৯৭ সালে ০২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে তিন পার্বত্য জেলায় দীর্ঘ মেয়াদী শান্তি-সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে এ প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।

রবিবার (১৭ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে সকল সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিষ্ঠার সাথে স্ব স্ব অর্পিত দায়িত্ব¡ পালন করারও আহ্বান জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ।

অত্র পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা। সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউদ্দীন, সিভিল সার্জন মোহাম্মদ সাবের, জেলা পরিষদ কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য শাহেনা আক্তার প্রমুখ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, হিরণজয় ত্রিপুরা, শতরূপা চাকমাসহ ন্যস্ত বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories