• রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে ১২টি অস্ত্রসহ মাদক উদ্ধার করেছে বিজিবি

সাব এডিটর / ১৮০ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি নামক গহীন পাহাড় থেকে ১২টি অগ্নি অস্ত্র, মদের বতল ও বার্মিজ সিগারেট উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১৫ জুলাই) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তরে পুট্টারঝিরি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে পাহাড়ের ছড়ার পার্শ্বে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম টি ৬ গান ১টি, চাইনিজ রাইফেল ১টি,১২ বোর ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বিজিবি। বিজিবি সূত্রে জানা যায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল রেজাউল করিম এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories