সংবাদ দাতা,
আলীকদম(বান্দরবান)প্রতিনিধি।
বান্দরবানের আলীকদমে রিপোর্টাস ক্লাবের সাধারণ সভায় কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ভোরের কাগজ আলীকদম উপজেলা প্রতিনিধি শুভ রঞ্জন বড়ুয়াকে সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রাজকে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত হলে সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ দৈনিক খোলা কাগজ পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধিকে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা ৮ ঘটিকার সময় দ্যা দামতুয়া ইন রেস্টুরেন্ট হল রুমে উপস্হিত সকল সদস্যদের মতামতের মধ্যে দিয়ে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আলীকদম রিপোর্টাস ক্লাব গঠন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি,আলীকদম উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক উইলিয়াম মার্মাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি সভার মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেন এবং আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন।
নতুন কমিটির কার্যক্রম শুরু থেকে আগামী ১ বছর পযর্ন্ত এই কমিটির মেয়াদ থাকবে। এই কমিটির পরে আগামী কমিটি ২ বছরের জন্য গঠিত হবে।