প্রদীপ শীল, রাউজান,
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে শেষ মুহুর্তে রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু ক্রয় করছেন ক্রেতারা। ৭ জুলাই রাউজানের প্রাণ কেন্দ্র ফকিরহাট বাজার সরেজমিনে দেখা গেছে, কোরবানি পশুর হাটে উপচে পড়া ভিড় ক্রেতা-বিক্রেতাদের। গরু-ছাগল বেচাকেনা হয়েছে ভালো। বাজারে রয়েছে প্রচুর গরু-ছাগল। তবে ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি। শুর হাটে রাউজান থানা পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পুলিশ নিরাপত্তার পাশাপাশি জাল নোট সনাক্ত করণ মেশিন বসিয়েছেন। বৃহস্পতিবার ফকিরহাট বাজারের পশুরহাটি পরিদর্শন করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ আর রশিদ ও সেকেন্ড অফিসার অজয় দেব শীল ও স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হোসেন। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজার কমিটির সদস্য সাকিদুজ্জামান শফি জানান, প্রতি গরু, মহিষ ও ছাগলের মাত্র দুই শত টাকা করে হাসিল নেওয়া হচ্ছে। রাউজানে পশুর হাট প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানির পশুর হাট গুলোতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানির পশু কিনতে পারে সে জন্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পশুর হাটে আমরা জান নোট সনাক্ত করার মেশিন স্থাপন করা হয়েছে।