• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন

দর্শকদের মন জয় করেছে এনটিভি : খাগড়াছড়িতে ১৯বছর পূর্তিতে বক্তারা

সাব এডিটর / ১০৭ Time View
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

 

খাগড়াছড়ি. প্রতিনিধি॥
নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৯বছর পূর্তি ও ২০ বছরে পর্দাপন অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শহরে র‌্যালী বের করা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম।

এনটিভির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সমাজকর্মী ধীমান খীসা, নারী নেত্রী নমিতা চাকমা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি চিংমে প্রু মারমা। স্বাগত বক্তব্য দেন, এনটিভির খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ,মানসস্মত অনুষ্ঠান আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এনটিভি । সময় উপযোগী রিয়েলেটি শো আর নানামুখী প্রতিযোগিতার আয়োজন করে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ করে দিয়েছে। সময়ের সাথে আগামী পথে এ শ্লোগানে এনটিভি এগিয়ে যাক শত বর্ষে এ কামনা করেন বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories