শংকর চৌধুরী.খাগড়াছড়ি॥
শুরু থেকে শেষে পর্যন্ত টান টান উত্তেজনার খেলা আর রোমাঞ্চকর এক ট্রাইবেকার উপহার দিল খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি। খেলা শুরুর ১৯ মিনিটে গোল করে খাগড়াছড়ি সদরকে এগিয়ে দেন ১৫ নম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাইম। তবে প্রথমার্ধের ২৭ মিনিটে গোল শোধ করেন, মানিকছড়ির ১১ নম্বার খেলোয়ার মো. রাশেদ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে দুই দল। শেষে রোমাঞ্চকর এক ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে খাগড়াছড়ি সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকছড়ি উপজেলা।
সোমবার (৪ জুলাই) বিকেল ৩ঘটিকার সময় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে মানিকছড়ি।
এই টুর্নামেন্টে সেমিফাইনালে ১-০ গোলে খাগড়ছড়ি পৌরসভাকে হারিয়ে প্রথম বারের মত ফাইনালে উঠে মানিকছড়ি। অপর এক সেমিফাইনালে মাটিরাঙ্গা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে মানিকছড়ির মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর।
গত ২৫ জুন শুরু হওয়া ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৯ উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ৩জন। মানিকছড়ির মো. জাহাঙ্গীর ও ওসমান এবং খাগড়াছড়ি সদরের সাইম। সেরা খেলোয়ার নির্বাচিত হয় চ্যাম্পিয়ন মানিকছড়ির দলীয় অধীনায়ক অং মারমা।
পরে, বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদে মাঝে পুরুস্কার বিতরণ করেন, চট্টগ্রাম বিভাগিয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান প্রমুখ। খেলা ও পুরুস্কার বিতরণীতে লোকে লোকারণ্য হয় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম। দীর্ঘদিন পর এই স্টেডিয়ামে প্রায় ২০ হাজার ক্রিড়াপ্রেমী দর্শকের সমাগম ঘঠেছে বলে ধারণা করা হয়েছে।