মোঃ শহিদ, উখিয়া।
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আবু ছৈয়দ (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯ টায় মরিচ্যা গরুবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা হলেন , উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ডব্লিউ ব্লকের সি-১ এর মৃত ছৈয়দ আহমদের ছেলে৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরুবাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি গাড়ি থামানো সংকেত দিলে না থামিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে ধাওয়া করে আটক করা হয়। এসময় দুজন পালিয়ে যায়৷ পরে সিএনজি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷ সিএনজি গাড়িও জব্দ করা হয়৷
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।