• বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতন হতে হবেঃ নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার

সাব এডিটর / ১৪২ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২

 

প্রদীপ শীল, রাউজানঃ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুন সকালে রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সসভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তার লিকসন চৌধুরী, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ, কৃষি কর্মকর্তা ইমরান হেসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার আসদুস কুদ্দুস, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ ফয়সাল মাহমুদ, মাওলানা আবদুল মতিন প্রমুখ। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, মাদকদ্রব্য নিষিদ্ধ নয়। আমাদের প্রয়োজন মাদকের অপব্যবহার বন্ধ করা। প্রচলিত মাদক ও স্পিড মেশানো নিয়ন্ত্রণহীন মাদক এক নয়। তাই সকলকে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। এটা সম্ভব পারিবারিক ভাবে সচেতনতা গড়ে তোলা। পরে নির্বার্হী অফিসার কলেজ, মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়ের নয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেও মাঝে পুরুস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories