রায়হান আহমেদ ,
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।
খাগড়াছড়ির পানছড়ি বাজার সংলগ্ন দক্ষিণ টিএনটি টিলায় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ।
২৫ জুন শনিবার সন্ধা ৭ ঘটিকায় দক্ষিণ টিএনটির পরিত্যক্ত কোয়াটার ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়,আনুমানিক বিকেল ৪ টার দিকে ঐ এলাকার বাচ্চারা খেলতে গিয়ে দুর্গন্ধ অনুভব করে পরিতক্ত ঘরের পাশে গেলে পরিত্যক্ত ঘরে লাশ দেখতে পায়। তারা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশ কে খবর দেয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনচারুল করিম জানান, লাশটির পরিচয় এখনো জানা যায় নি।বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।