রায়হান আহমেদ ,
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:
অতিরিক্ত বৃষ্টি কারনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসের পেছনের অংশের মাটি সরে প্রতিরক্ষা দেয়াল ধসে পড়ে।মোছাঃ আফিয়া বেগম (৪৫)
স্বামীঃ মৃতঃ আলাউদ্দিন মাষ্টার এর বসতবাড়ির রান্নাঘরে ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পরে ছাত্রবাসের আশে পাশে বসবাসরত পরিবাররা গুলোর ।
রবিবার’ ১৯ জুন আনুমানিক বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যে কোনো মুহুর্ত্বে দেয়ালের সম্পূর্ন অংশ ধ্বসে পড়তে পারে বলে জানা গেছে।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ সরেজমিনে পরিদর্শন করে পার্শবর্তী পরিবারগুলোকে নিরাপদ দূরুত্বে অবস্থান করার জন্য অনুরোধ করেন এবং উপজেলা প্রকৌশলীকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।