শংকর চৌধুরী.খাগড়াছড়ি॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতার শান্তিচুক্তির সুফল ভোগ করছে পার্বত্যবাসী। এরই ফলশ্রুত পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত সকল বিভাগের উন্নয়ন ও সেবা কার্যক্রম যেন বঞ্চিত এলাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে এবিষয়ে সচেতনভাবে উন্নয়ন কার্যক্রমের গতি আরো বেগবান করতে হবে।
রবিবার ১৯ জুন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে চলতি জুন মাসের জেলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলাবাসীর আস্থা ও বিশ^াস অর্জনের জন্য পরিষদের আওতাধীন সকল বিভাগকে যে যার যার অবস্থান থেকে আরো যত্নবান হয়ে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া অষ্পষ্ট বিষয়গুলি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করে, পরিষদের সাথে সমন্বয় রেখে সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করার অনুরোধ জানান। সভায় উপস্থিত জেলার বিভাগীয় প্রধানগণ তাঁদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত সমস্যা ও মতামতসমূহ গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ হতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং উপস্থিত সকল বিভাগীয় প্রধানদের স্ব স্ব বিভাগের অর্পিত দায়িত্ব সচ্ছতার সহিত সম্পাদনের জন্যও আহবান জানান, সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অত্র পরিষদের মুখ্য নির্বাহী কর্মর্কতা মো: বশিরুল হক ভূঞা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্তি পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পরিষদের নির্বাহী কর্মর্কতা টিটন খীসা ও সিভিল সার্জন মোহাম্মদ সাবের। এসময় খাগড়াছড়ি জেলার গুরুত্বপূর্ণ ৬১ টি বিভাগের বিভাগীয় প্রধান, প্রতিনিধিবৃন্দ, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।