রায়হান আহমেদ,
পানছড়ি(খাগড়াছড়ি)সংবাদদাতা,
পানছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু সাইদ। কর্মশালায় বিভিন্ন দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যেগের উপর প্রেজেন্টেশন তৈরী করে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসাইন মজুমদার, পানছড়ি থানার অফিসার ইনচার্জ
মো. আনচারুল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মী অংশ নেয়।