মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ১৯ হাজার ৫০০ শত ইয়াবা সহ দুই উপজাতি যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) সকালে তাদের উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলো ঘুমধুম বাইশফাঁড়ি গ্রামের ক্যাচাচিং তংচঙ্গার ছেলে উথোই মং তঞ্চঙ্গা (১৯) ও মংচাচিং তঞ্চঙ্গার ছেলে রাজু তঞ্চঙ্গা (১৫)। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) টান্টু সাহার দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই এনায়েতুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ এ উপজাতি ২ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে ওসি টানটু সাহা বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ মাদক কারবারী ও যে কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই পুলিশের এধরনের অভিযান চলমান আছে থাকবে।