• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:২৭ অপরাহ্ন

বাইশারীতে সাংবাদিক রশিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সাব এডিটর / ১৩১ Time View
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বাইশারীতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক মানব কন্ঠ ও দৈনিক বাঁকখালী পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবদুর রশিদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজের সকল স্তরের মানুষ । শুক্রবার (১০ জুন) বেলা আড়াই টার সময় বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুর পাড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক রশিদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,আহবায়ক আবদুল হামিদ,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গিল আলম কাজল,সদস্য যথাক্রমে জয়নাল আবেদীন টুক্কু,মোঃ ইউনুছ ও মোঃ শাহীন, পেঠান আলী পাড়া জামে মসজিদ সহ-সভাপতি সব্বির আহমদ,শামশুল আলম,সমাজ কমিটির সর্দার ও মসজিদ সংলগ্ন মাদরাসা কমিটির সভাপতি একরামুল হক রাজু, মসজিদের দাতা সদস্য জালাল আহাম্মদ প্রমূখ। এতে বক্তারা বলেন হামলার মূল পরিকল্পনা কারী কুখ্যাত সন্ত্রাসী রফিক, মহিলা সন্ত্রাসী ডাইনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। অপরদিকে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানিকে সাংবাদিক আবদুর রশিদের উপর হামলার বিষয়ে বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমাকে স্মারক লিপি দিয়েছেন তিনি বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা তাই সকল প্রবাসীর পক্ষ থেকে স্মারক লিপি দেওয়া হয়েছে। এ ঘটনার বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ,আনসার ভিডিপিসহ সকলে এগিয়ে আসলে এধরণের ঘটনা হতো না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories