রায়হান আহমেদ,
পানছড়ি(খাগড়াছড়ি)
সংবাদদাতা,
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ির সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা । ১০ জুন (শুক্রবার) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলটি পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করে পানছড়ি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ দলিলুর রহমান। সমাবেশে বক্তারা মহানবী (সাঃ) ও হজরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যর তীব্র নিন্দা জানান। বক্তারা আরোও বলেন, মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দুই কুলাঙ্গার নেতার এহেন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও তাদের সাথে ঐক্যমত প্রকাশ করছি। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। মো. সিরাজুল ইসলামের সঞ্চালিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মো. মহিউদ্দিন, মাওলানা আলী হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মোঃ তাজুল ইসলাম ইসলাম প্রমুখ।