মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আহত সাংবাদিক আব্দুর রশিদের অবস্থার অবনতি ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার (৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (৩ জুন) বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালালে এতে তিনি গুরুতর আহত হন। এদিন বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক আব্দুর রশিদকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করান। জানা যায় ঐ এলাকায় জনতা কর্তৃক গণধোলাইয়ে নিহত কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মোঃ রফিক ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়াসহ কয়েক জন মহিলা পুকুরটি তাঁদের বলে দাবী করে এ হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রশিদ গুরুতর আহত হলে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মসজিদ কমিটির লোকজন। সেখানে তার চিকিৎসার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসাধীন আছেন। ঘটনার ২ দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামী গ্রেপ্তার না করায় সাংবাদিক মহল সহ সর্বত্রে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় সাংবাদিক মহল ও সুশীল সমাজ মানববন্ধন সহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবেন। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মঈনুদ্দিন খালেদ, আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, জয়নাল আবেদীন টুক্কু, মাহমুদুল হক বাহাদুর,হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ ইউনুছ, মোঃ শাহীন, তৈয়ব উল্লাহ প্রমুখ।