রাউজান প্রতিনিধি,
রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবি এম ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেসক্লাব। ৪ জুন শনিবার সকালে মরহুমের নিজ বাড়ী রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়িস্থ মরহুমের কবর জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রবীণ মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবি, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারী, রায়হান ইসলাম।