রায়হান আহমেদ,
পানছড়ি খাগড়াছড়ি,
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিপাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন ) বিকাল ৫ ঘটিকার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,সহ সভাপতি জয়নাথ দেব,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন,উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা নাছির উদ্দীন।
এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,আওয়ামী মৎস্যজীবীলীগ এর সভাপতি অরুণ কুমার শীল,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ নাজমুল হোসেন সহ উপজেলা মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।