• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

হালদা নদীতে তিনদিনের ব্যবধানে আবারো ৭ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার

সাব এডিটর / ১৩৫ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২

 

প্রদীপ শীল, রাউজান,
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে তিনদিনের ব্যবধানে আরো একটি ৭ কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। ৩ জুন শুক্রবার সকালে নদীর রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে এই মা মাছটি উদ্ধার করা হয়। রাউজান উরকিরচর ইউনিয়নের ৪/৫ নম্বর ওয়ার্ডের সদস্য কাউছার আলম ও শেখ নুরুল আজিম জুয়েল বলেন, উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকায় আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় একটি মৃত মা মাছ নদীর পাড়ে ভাসতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাছটি উদ্ধার করে রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাউজান উপজেলা ও হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পিযুষ প্রভাকর জানান, হালদা নদীতে একটি মৃত মা মাছ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় মাছটি উদ্বার করা হয়েছে। মাছটির ওজন ৭ কেজি । মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কয়েক দিন আগে মাছটি মরে পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা যান বলে ধারনা করা হচ্ছে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার বলেন, উদ্ধার হওয়া মৃত কাতলা মা মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছটি শ্বাসরুদ্ব হয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় মাছটি মাটি চাপা দেয়া হয়। উল্লেখ্য, গত ১ জুন বুধবার সকালে নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের কাতলা মা মাছটি উদ্ধার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories