প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান উপজেলা নবাগত নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রাউজান প্রেসক্লাব। ২জুন বৃহস্পতিবার সকালে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে নিষ্টার সাথে কাজ করতে পারবো। সরকারের সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনারা তুলে ধরবেন রাউজানের স্বার্থে। তিনি সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতায় করার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বাশি। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনছারী, আরফাত হোসাইন, আলাউদ্দিন, সাংবাদিক আবিদ মাহমুদ, রায়হান ইসলাম।উল্লেখ্য, আব্দুস সামাদ সিকদার ৩১, বুধবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।