• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০২ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে “বিএইচবিএফসি’র” শতকোটি টাকা বিনিয়োগ

সাব এডিটর / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

 

শংকর চৌধুরী.খাগড়াছড়ি॥
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর খাগড়াছড়ি জেলা শাখার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএইচবিএফসি’র ৬২ তম শাখার উদ্বোধন করেছেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পাহাড়ের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিতে সরকারের অর্থলগ্নি এ প্রতিষ্ঠানের সেবাকে আরও বেশী গণমুখী ও সহজ করার অনুরোধ জানিয়েছেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, খাগড়াছড়ি’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।বিএইচবিএফসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিএইচবিএফসি। এরই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় চলতি অর্থবছর পর্যন্ত অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories