মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও অংশ গ্রহণ মুলক মোট ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়।
শোমবার (৩০ মে) সকাল ১১ টার সময় পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত সকলের সম্মুখে বাজেট পত্র পাঠ করেন পরিষদ সচিব মোঃ শাহজাহান। এতে সর্বমোট আয় ধরা হয় ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২০ হাজর টাকা ।
উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সাংবাদিক শাহীন, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ফরিদুল আলম, এনকে রাসেদ, মহিলা সদস্যা নুর জাহান ,ইউপি সদস্য শাহাবুদ্দিন, আবুল হোসেন, আবু তাহের, বেলাল উদ্দিন, উবাচিং মার্মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।