প্রদীপ শীল, রাউজানঃ
বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে রাউজান উপজেলা নির্বাহী অফিসার দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে রাউজানকে পিংক, গ্রীণ ও ক্লিন রাউজান গড়ে তোলার কাজে নিষ্টার সাথে কাজ করেছেন। উপজেলা পরিষদকে সেবার আদলে মানুষকে সব রকম কল্যাণ সাধন করেছেন। তার মতো দক্ষ প্রশাসনের ভূমিকা রাউজান বাসী চিরদিন মনে রাখবে। ২৯ মে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে রাউজান প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজানে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন কালে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার সব সময় দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্বরোপ করেছেন। রাউজানের সাংবাদিকেরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি শাহেদুল রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনচারী, আরফাত হোসাইন প্রমুখ।উল্লেখ্য, রাউজানের বিদায়ী নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পদোন্নতি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশানের আঞ্চালিক নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করবেন।